পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২ আগষ্ট— রাখী বন্ধন উৎসবকে সামনে রেখে কৃষকদের কাজের অনুভূতি নিতে মাঠে নামলেন বালুরঘাটের বিধায়ক। রবিবার রাখী পূর্ণিমার লগ্নে মাঠে নেমে কৃষকদের সাথে নিজে হাতে ধানের চারা রোপণ করেন বিজেপির বিধায়ক অশোক লাহেড়ী। একজন বিধায়কের এমন ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। যদিও বিধায়ক অশোক লাহিড়ীর দাবি, কৃষকদের উৎপাদিত ফসল এতদিন খেয়ে এসেছেন।
কিন্তু তাদের সাথে কাজ করার কোন অভিজ্ঞতা তার ছিল না। আর সেকারণেই এদিন মাঠে নেমে ধানের চারা রোপণ করে অভিজ্ঞতা নিয়েছেন।
এদিকে রাখী পুর্নিমা কে ঘিরে নিজ নিজ দলের প্রচারে সকাল থেকেই বিভিন্ন কায়দায় মাঠে নামেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা। বিশেষ করে বালুরঘাট শহরে এই সম্প্রীতির উৎসব কে সামনে রেখে মানুষের কাছে পৌঁছানোর জন্য কোমর বেধে নামতে দেখা যায় তৃণমূল ও বিজেপির মহিলা সংগঠন কে। বিজেপি বালুরঘাট টাউনের মহিলা মোর্চার পক্ষ থেকে বালুরঘাট থানার পুলিশ ও পথচারীদের রাখি বন্ধন উৎসব পালন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন মহিলা মোর্চার সভানেত্রী মাননীয় সংঘমিত্রা রায় সহ অনান্য নেতৃত্বরা ।
অন্যদিকে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফেও সাড়ম্বরে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। পথচারী থেকে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও পুলিশ সহ কোভিড যোদ্ধাদের রাখি পড়িয়ে দেন জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী।