ভুটভুটি করেই রমরমা গাজা পাচার সীমান্তে, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেপ্তার চালক

0
593

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২ আগষ্ট— গ্রাম্য ভুটভুটিকে কাজে লাগিয়েই সীমান্তে এবারে সক্রিয় গাজা পাচারকারীরা। বাস থেকে নামবার পর ভুটভুটিতে করেই চলছে গাজা পাচারের এই রমরমা কারবার। বাংলাদেশ সীমান্ত অধ্যুষিত দক্ষিন দিনাজপুরে গাজা পাচার রোধে বড়সড় সফলতা জেলা পুলিশের। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশে পাচারের আগেই ৬০ কেজি গাঁজা উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলা ক্রাইম ব্রাঞ্চ পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি  কুমারগঞ্জের চাঁদগঞ্জ এলাকায়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় পাচ লক্ষ টাকা বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম অলক দাস (৩৮)।

কুমারগঞ্জের চাঁদগঞ্জ এলাকার বাসিন্দা সে। ভুটভুটির নিচে গোপন বাক্স বানিয়েই চলছিল এই কারবার বলে জানিয়েছে পুলিশ। রবিবার এক সাংবাদিক বৈঠক করে এমন কথায় জানিয়েছেন  জেলা পুলিশ সুপার রাহুল দে। তিনি বলেন, ধৃত ব্যক্তি ভুটভুটিতে করেই গাঁজা পাচার করছিল। তার কাছ থেকে মোট ১৬ টি প্যাকেট ভর্তি গাজা উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৬০ কেজি ওজনের ওই গাঁজার বাজার মুল্য কয়েক লক্ষ টাকা বলেও জানিয়েছে পুলিশ সুপার৷ এদিনের এই সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমডি নাসিম, ডিএসপি সদর সোমনাথ ঝা সহ অনান্য পুলিশ কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here