বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তপন ব্লকের রামপাড়া চাসরা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে ধানের চারা পুতে আন্দোলনে গ্রামবাসীরা।
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, 24 আগস্ট ,দক্ষিণ দিনজাপুর: পাকা রাস্তার দাবিতে কাদাময় বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে তপন ব্লক এর ১ নম্বর রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । স্থানীয়দের অভিযোগ, তপন ব্লক এর ১ নম্বর রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের মধ্য লক্ষীপুর থেকে দক্ষিণ লক্ষ্মীপুর হয়ে সুকদেবপুর পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই কাঁচা এবং বেহাল দশায় পড়ে রয়েছে। স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও এখনো কাদাময় বেহাল রাস্তা দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীদের বলে অভিযোগ।তাদের আরও অভিযোগ, ওই রাস্তা বিশেষ করে বর্ষাকালে খাল গর্ত ও হাটু কাদায় ভরে যাওয়ায় কোনো গর্ভবতী মহিলা বা অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে ঘাড়ে করে নিয়ে যেতে হয়।স্কুলে যেতেও বেগ পেতে হয় এলাকার পড়ুয়াদের।বহুবার পঞ্চায়েতে বা মেম্বারকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।তাই কাদাময় বেহাল কাঁচা রাস্তাটি পাকা করার দাবিতে এদিন ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।এলাকার দুই গ্রামবাসী অভিযোগ করে বলেন, বসায় জলকাদা সমস্যার কারণেই এমন সমস্যায় মিটানোর জন্য আন্দোলনে নামা হয়েছে। এবার যদি সমস্যার সমাধান না হয় তাহলে ভালো হয়।এদিকে এ বিষয়ে ওই সংসদের মেম্বার সিরাজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “রাস্তাটির অবস্থা প্রকৃত পক্ষে খুবই খারাপ। বিগত দিনে 100 দিনের কাজের মধ্যে দিয়ে ওই রাস্তায় মাটি দেওয়া হলেও, কাদার একটা সমস্যা রয়েই গেছে। রাস্তাটি অনেক দীর্ঘ হওয়ায় পাকা করার জন্য পঞ্চায়েত সমিতিতে জানানো হয়েছে।”তপন ব্লকের বিডিও জানিয়েছেন, বিষয়টি শুনেছি পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলে যেন দ্রুত এই সমস্যার সমাধান করা যায় তা চেষ্টা করা হচ্ছে।