মালদা:- শহীদ সম্মান যাত্রায় মালদায় আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। ট্রেনে করে মালদায় আসেন তিনি। এরপর আজ প্রথমে জেলা বিজেপির দপ্তরে শহীদ সম্মান যাত্রার কর্মসূচি শুরু করেন। মালদা জেলার ইংলিশ বাজার ও ওল্ড মালদা বিধানসভায় শহীদ সম্মান কর্মসূচি শেষ করে গাজোল বিধানসভায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কড়া নিরাপত্তার কনভয়ে গাজোল বিধানসভায় আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক। গাজোল বিধানসভায় পৌঁছে তিনি গাজোল থানার বামন গোলা মোড় এলাকায় বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করেন এরপরে বিদ্রোহী মোড় এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে গাজলের একটি বেসরকারি লজে শহীদ সম্মাননা জানানোর জন্য উপস্থিত হন। এদিন তাকে স্বাগত জানানোর জন্য প্রচুর বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব রা উপস্থিত হন। বেসরকারি লজে ঢুকতেই তাকে স্বাগত জানানো হয়। এরপর বৈঠক কক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে সম্মাননা জানান বিজেপি নেতৃত্ব বিধায়ক ও কর্মীরা। এরপর গাজোল বিধানসভা চাকনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ৯ বছরের বালককে খুন করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলেছিল বিজেপি। ভোট-পরবর্তী হিংসা জন্যই তাকে খুন করা হয়েছিল এমন অভিযোগ তুলেছিল বিজেপি। সেই বালকের মা কে উত্তরীয় ও স্মারকলিপি প্রদান করে শহীদ সম্মান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এরপর অল্প সময়ের জন্য বক্তব্য রাখেন তিনি। বারবার তার বক্তব্য উঠে এসেছে ভোট-পরবর্তী হিংসা নিয়ে। সামান্য বক্তব্য রাখার পরেই হবিবপুর বিধানসভার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর শহীদ সম্মান যাত্রায় মালদায় আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক