বংশীহারী থানা পুলিশ সাত বাংলাদেশি গ্রেপ্তার করে আদালতে পাঠালো

0
618

শীতল চক্রবর্তী  বুনিয়াদপুর 26 আগস্ট দক্ষিণ দিনাজপুর:-গোপন সূত্রের খবর পেয়ে সাত বাংলাদেশী যুবককে গ্রেফতার করল  থানার ।দক্ষিণ দিনাজপুর জেলার  বংশীহারী থানার পুলিশ মঙ্গলবার রাতে নাইট সার্ভিস বাড়িতে তল্লাশি চালানোর সময় তাদেরকে ধরে ফেলে। বুধবার সকালে থানার আইসি সাংবাদিক বৈঠক করে এমনই সংবাদ জানান। পরে ধৃতদের বাংলাদেশী ধরা দিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। করোনা আতঙ্কের মধ্যেও কিভাবে বি এস এফের চোখে ধুলো দিয়ে সীমান্ত পেড়িয়ে ভারতে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।  মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে  বংশীহারি থানার পুলিশ যে 7জনকে গ্রেফতার করেছে, ওই সাত বাংলাদেশী যুবকদের নাম পারভেজ রহমান(২৭), তহিদ খান(২৩), রুকমার জামান(২৭),কেরামত আলী, আবুতাহের (১৯)নাজমুল হক সাগর(২০),আবু কায়সার সাহিদ (১৮)।তাদের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়। 

 বুধবার সকালে বংশীহারি থানার আইসি  মনোজিত সরকার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ,ধৃতরা সীমান্ত পেড়িয়েভারতে প্রবেশ করেছিল ।গোপন সূত্রে খবর পেয়ে  পুলিশ বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে কলকাতাগামী একটি বাস থেকে ওই সাত বাংলাদেশিকে রাত্রে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের কাছে থেকে বাংলাদেশী টাকা ,মোবাইল,সিম উদ্ধার করা হয়েছে ,ধৃতদের থানায় নিয়ে এসে বুধবার নিদিস্ট ধারা দিয়ে  মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

করোনা আতঙ্কের মধ্যেও কিভাবে বি এস এফের চোখে ধুলো দিয়ে সীমান্ত পেড়িয়ে ভারতে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here