বেহাল রাস্তা বুনিয়াদপুরে, আন্দোলনে গ্রামবাসীরা। কবে হবে সংস্কার আসায় তাকিয়ে সকলেই

0
1154

শীতল চক্রবর্ত্তী বুনিয়াদপুর ২৭ আগস্ট দক্ষিণ দিনাজপুর:- প্রশাসনের উদাসীনতায় যাওয়ার ছয় কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা রোপন করে বিক্ষোভ  দেখালো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা বংশিহারি ব্লকের গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেওড়িয়া থেকে নচুয়াপাড়া পর্যন্ত।গ্রামবাসীদের অভিযোগ প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের জানিয়েও কোন লাভ হয়নি। ভোট আসে ভোট যায় তবুও এ রাস্তার সমস্যার সমাধান হয়নি এখনো। যদিও বংশীহারি ব্লকের বিডিও জানিয়েছেন রাস্তাটির অবস্থা খারাপ তাও আমরা জানি সরকার টাকা সমস্যা করলেই আমরা রাস্তার কাজ শুরু করে দেবো। 

 বংশিহারি ব্লকের গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেউড়িয়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ ,দেওড়িয়া ভায়া বাজে হরিপুর ভাইয়া শান্তিপুর ভায়া ভায়া ভায়া নোয়াপাড়া প্রায় ৩০ হাজার লোকের বসবাস। এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন এক হাজার লোক যাওয়া আসা করে। গ্রামবাসীদের আরো অভিযোগ আমাদের এই রাস্তা এতটাই বেহাল যে হাঁটতে গিয়ে কারো পা ভাঙ্গে কারো হাত। প্রায় এক হাটু কাদা, কোন রোগী থাকলে তাদের ঘাড়ে করে নিয়ে যেতে হয় হাসপাতালে।তাই আজকে আমরা রাস্তায় ধানের চারা রোপণ করা বিক্ষোভ দেখলাম। যাতে প্রশাসনের শীত ঘুম ভাঙ্গে।গ্রামবাসীদের আরো অভিযোগ আমরা প্রায় ছোট বেলা থেকে দেখে আসছি গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেওড়িয়া থেকে নছুয়াপাড়া যাওয়ার ছয়  কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পরে রয়েছে,বহুবার আমরা গ্রামপঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন,জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি।এমনি সময়ে রাস্তা ঠিক থাকলেও বর্ষার সময়ে মনে হয় এক আস্ত নর্দমা।গ্রামবাসীরা জানিয়েছেন আমাদের কোনো প্রসূতি রোগী থাকলে তাদের আমাদের ঘরে করে নিয়ে যেতে হয়।ছাত্রছাত্রীরা  স্কুলে যেতে পারে না।ঘটে বহু দুর্ঘটনা।

  এই বিষয়ে তিন গ্রামবাসী নিতাই চন্দ্র বিশ্বাস,নরোত্তম মন্ডল ও অরুণা মন্ডলেরা অভিযোগ করে জানিয়েছেন,গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেওড়িয়া থেকে নছুয়াপাড়া যাওয়ার ছয়  কিলোমিটার রাস্তা বহু দিন ধরেই বেহাল হয়ে পরে রয়েছে,বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।এই রাস্তা দিয়ে আমরা ঠিক মতো চলা ফেরা করতে পারিনা।এমনি সময়ে রাস্তা ঠিক থাকলেও বর্ষার সময়ে মনে হয় এক আস্ত নর্দমা।গ্রামবাসীরা জানিয়েছেন আমাদের কোনো প্রসূতি রোগী থাকলে তাদের আমাদের ঘরে করে নিয়ে যেতে হয়।ছাত্রছাত্রীরা  স্কুলে যেতে পারে না।ঘটে বহু দুর্ঘটনা।আমরা চাই খুব তাড়াতাড়ি প্রশাসন যাতে আমাদের এই সমস্যার সমাধান করে এই রাস্তা ঠিক করে চলাচলের যোগ্য করে। 

এই বিষয়ে বংশীহারি ব্লকের সহসভাপতি গণেশ প্রাসাদ জানিয়েছেন,ইটা আমাদের গাঙ্গুরিয়া জিপির মধ্যে পরে,আমরা ইতি মধ্যেই আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে এই রাস্তার প্রস্তাব পাঠিয়েছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে অর্থ বরাদ্দ হলেই আমরা রাস্তার কাজ শুরু করে দেব।

যদিও এই বিষয়ে বংশীহারি ব্লকের বিডিও সুদেষ্ণা পাল জানিয়েছেন,রাস্তাটির অবস্থা খারাপ তাও আমরা জানি সরকার টাকা স্যামসাং করলেই আমরা রাস্তার কাজ শুরু করে দেবো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here