সাংসারিক অনটনে বালুরঘাটে কীটনাশক খেয়ে আত্মহত্যা দিনমজুরের, করোনায় কাজ হারিয়ে ভেঙ্গে পড়েছিলেন নিমাই পাহান

0
548

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৭ আগস্ট ––– সাংসারিক অনটন,  লকডাউনে কাজ হারিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা দিনমজুরের। চাঞ্চল্যকর ঘটনাটি  দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘরা এলাকার। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম নিমাই পাহান (৫২) । পেশায় দিনমজুরের কাজ করতেন তিনি। বেশকিছুদিন ধরেই সাংসারিক অভাব অনটনে ভুগছিল ওই পরিবারটি বলে দাবি প্রতিবেশীদের। আর তার জেরে একপ্রকার মানসিক অবসাদ থেকেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি বলেও দাবি করেছেন প্রতিবেশীরা। জানাগেছে, গত ১৯ আগস্ট তাঁর স্ত্রী দুয়ারের সরকারে লক্ষীর ভান্ডারের ফর্ম তুলতে যান ।

সেই সময় বাড়িতে একাই ছিলেন নিমাই । ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি । বিষয়টি জানতে পেরেই পরিবারের লোকেরা তড়িঘড়ি তাঁর চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় । পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।এলাকা সূত্রের খবর, দিনমজুর পরিবারে অভাব তাদের নিত্যসঙ্গী । গত বছর থেকে করোনার জন্য চরম সঙ্কট নেমে আসে ওই পরিবারটিতে । লাগাতার লকডাউন চলায় একপ্রকার কাজ হারিয়ে বাড়িতেই বসে ছিলেন নিমাই । লকডাউনের শিথিলতা আসলেও নতুন করে কোন কাজের সন্ধান করতে পাত্রছিল না সে। আর এতেই এমন  মাসনিক ভাবে ভেঙ্গে পড়েছিল সে । 


মৃতের আত্মীয়  মিলন পাহান ও প্রতিবেশী বিপুল সরকাররা জানিয়েছেন, অভাবের সংসারে কাজ হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন তিনি । সংসার চলবে কি করে তা নিয়ে দুশ্চিন্তাই ছিলেন । ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here