স্টুডেন্ট ভাড়া না নেওয়ায় রাজ্য সড়ক অবরোধ পড়ুয়াদের, চলে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভও। উত্তেজনা কুমারগঞ্জের মোল্লা দিঘীতে
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩০ আগষ্ট— স্টুডেন্ট ভাড়া না নেওয়ায় বাস আটকে পথ অবরোধ ছাত্র-ছাত্রীদের। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের মোল্লাদিঘী এলাকায়। ঘটনার জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ থাকে মোল্লাদিঘী- বালুরঘাট রাজ্য সড়ক, চলে বিক্ষোভও। পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার গাড়িগুলিতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে স্টুডেন্ট ভাড়া নেওয়া হচ্ছে না। যোগাযোগের একমাত্র মাধ্যম হিসাবে বাসে উঠতেই পড়ুয়াদের কাছে পুরো ভাড়ার দাবি জানায় কতৃপক্ষ। দিতে না চাইলে বাস থেকে শুধু নামিয়ে দেওয়াই নয়, অকথ্য ভাষায় ছাত্র ছাত্রীদের গালিগালাজও করেন বাস কতৃপক্ষ বলে অভিযোগ। যে ঘটনার প্রতিবাদ জানিয়েই এদিন পথ অবরোধ করে রাস্তায় নামে বেশকিছু ছাত্র-ছাত্রীরা। চলে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভও। আর যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। যদিও পরে কুমারগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি।
বিক্ষোভকারী ছাত্র সঞ্জয় রায় ও নিটু রায়রা বলেন, এই প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের স্কুল থেকে টিউশন সর্বত্রই ভরসা বাস। যেখানে উঠে পুরো ভাড়া না দিলেই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। সাধারণ ভাড়া থেকে একতৃতীয়াংশ ভাড়া ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া না হলে আগামীতে আরো বড়সড় আন্দোলন চলবে এই এলাকায়।