কিছু তোলাবাজ দের দৌড়াত্মে আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়ার সরকারি কৃষক বাজারে আসতে পারছেন না কাঁচা সবজীর পাইকাররা।

0
839

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ারঃ কিছু তোলাবাজ  দের দৌড়াত্মে আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়ার সরকারি  কৃষক বাজারে আসতে পারছেন না কাঁচা সবজীর পাইকাররা।অভিযোগ আলিপুরদুয়ার রেল গেট এলাকাতে আসা মাত্রই ওই পাইকারদের আটকে দিচ্ছে শহরের কিছু তোলাবাজ।ওই তোলাবাজির প্রতিবাদে গুরুত্বপূর্ণ আলিপুরদুয়ার-ফালাকাটা ৩১ডি জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন বহু কৃষক।তাঁদের অভিযোগ ওই তোলাবাজদের দৌড়াত্মের কারনে মঙ্গলবার কৃষক বাজারে আসতে পারেননি সবজীর পাইকাররা।ফলে ফেলে  দিতে হয়েছে বাজারে আমদানি করা আনাজপাতি।বিষয়টিতে প্রশাসন হস্তক্ষেপ না করলে তাঁরা লাগাতার বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান কৃষকরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here