প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাস্তা তৈরির কাজ চলায় পাইপ লাইন ফেটে যাওয়ায় পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না কয়েকশো পরিবার।

0
408

চাচোল:-প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাস্তা তৈরির কাজ চলায়  পাইপ লাইন ফেটে যাওয়ায় পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না কয়েকশো পরিবার। প্রায় ছয় মাস ধরে এই সমস্যার সম্মুখীন হয় অবশেষে সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাচোল ২ ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাজলদীঘি এবং মেঘডুমরা গ্রামের মহিলারা । মঙ্গলবার দুপুরে দুই গ্রামের বাসিন্দারা ফাঁকা কলসি , বালতি নিয়ে এই বিক্ষোভে সামিল হন । 

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ,  রাস্তা তৈরি করার কারণেই এলাকার পিএইচই’র পাইপলাইন ফেটে গিয়েছে। যার কারণে আশেপাশের গ্রামগুলিতে পরিস্রুত পানীয় জল সরবরাহ হচ্ছে না । এব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয় নি । তাই বাধ্য হয়েই বিক্ষোভ দেখানো হয়েছে । পরে অবশ্য গ্রামবাসীদের এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাচোল থানার পুলিশ এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ । তাদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় গ্রামবাসীরা। 

বিক্ষোভকারী গ্রামবাসীদের বক্তব্য, কাজলদীঘি ও মেঘডুমরা দুটি গ্রামের মানুষ দীর্ঘ ছয় মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। কারণ ওই গ্রামের  নতুন প্রধান মন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তায় কাজের জন্য জলের পাইপ লাইন নষ্ট হয়ে গিয়েছে। দীর্ঘ ছয় মাস ধরে সমস্যা চললেও পাইপলাইন মেরামত করা করা হয় নি। যায় ফলে ওই দুই গ্রামের দুই হাজারের বেশি মানুষ সমস্যায় পড়েছেন। প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে অন্য গ্রাম থেকে পরিস্রুত পানীয় জল নিয়ে আসতে হচ্ছে তাঁদের। ওই গ্রামে বেশির ভাগই আদিবাসীদের বসবাস। প্রধান বিডিওকে বলেও কোন কাজ হয় নি বাধ্য হয়ে তারা এদিন ওই রাস্তায় নেমে জলের জন্য বিক্ষোভ দেখিয়েছেন।

খেমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পারানী মন্ডল সিনহা জানিয়েছেন , গ্রামবাসীদের সমস্যার কথা শুনেছি। দ্রুত সমাধানের জন্য এব্যাপারে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।

চাচল ২ ব্লকের বিডিও দেবজ্যোতি রায় জানিয়েছেন , পিএইচইকে পুরো বিষয়টি জানানো হয়েছে। খুব শীঘ্রই ওই এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here