রাতের পর রাত জেগে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কুমারগঞ্জে
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩১ আগষ্ট— রাতের পর রাত জেগে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ সাধারণ বাসিন্দাদের। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বরাহার এলাকায়। গ্রামীন হাসপাতালের সামনে কুমারগঞ্জ – বালুরঘাট রাজ্য সড়কের উপর বসেই বিক্ষোভ দেখাতে থাকেন ভ্যাক্সিন নিতে আসা মানুষজনেরা। এদিন সকাল থেকে দীর্ঘ সময় ধরে চলা এমন পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্যসড়ক। চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষেরাও। যদিও ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌছায় কুমারগঞ্জ থানার আইসি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। পুলিশি আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই নতুন নতুন নিয়ম জারী করছে প্রশাসন। আর যার জেরে দীর্ঘ পাচ-সাত দিন ধরে লাইন দিয়েও মিলছে না ভ্যাক্সিন।
এলাকার বাসিন্দা মঞ্জুরুল মোল্লা, রাজ্জাক আলী মন্ডল ও মুজিবর রহমানরা জানিয়েছেন, নিয়মের কোন ঠিক নেই। প্রতিদিন নতুন নতুন নিয়ম করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে এদিন একপ্রকার বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন।
কুমারগঞ্জ ব্লকের বিএমও এইচ সৌমিত্র সাহা অবশ্য জানিয়েছেন, ভ্যাক্সিন প্রাপকদের ভুল বোঝার কারনেই সামান্য সময়ের জন্য ওই ঘটনা ঘটেছিল। যদিও পরে সব স্বাভাবিক হয়ে গিয়েছে।