লক্ষাধিক টাকার ব্রাউন সুগার দুই জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি মাটিগাড়া থানার পুলিশ।

0
442

শিলিগুড়ি:-লক্ষাধিক টাকার ব্রাউন সুগার দুই জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি মাটিগাড়া থানার পুলিশ।শিলিগুড়িকে করিডর করে ভীন রাজ্য ও শহরে নানান অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছে চোরা চালান কারবারীরা,গাঁজা,অস্ত্র,ব্রাউন সুগার মদ,কাঠ এমন কিছু অবৈধ কর্মকান্ড লাগাতার ঘটিয়ে চলছে শহর শিলিগুড়ি ও তার পার্স্ববর্তি অঞ্চলে।তবে সক্রিয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।মাঝে মধ্যই এমন অসাধু কারবারিরা পুলিশের জালে ধরা পরলেও থেমে নেই তাদের অসাধু এই কারবার।সোমবার ফের একবার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি ও মাাটিগাড়া থানার পুলিশ।এদিন গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বমাল


সঙ্কেত মিশ্রা ও বাপি শর্মা নামে দুজনকে গ্রেফতার করে।তার কাছ থেকে উদ্ধার হয় ১৯০ গ্রাম ব্রাউন সুগার।যার বাজার মুল্য প্রায় লক্ষাধিক টাকা ও ৩৫ হাজার টাকা।পুলিশ সুত্রে জানা গেছে,ধৃত দুজনের মধ্যে সঙ্কেত মিশ্রা মালদার, বাপি শর্মা শিলিগুড়ির বাসিন্দা।তদন্তের স্বার্থে ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পাঠিয়ে ১০ দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here