পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩১ আগস্ট: স্থায়ী সমিতি গঠনের পরেই সম্পন্ন হল দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গঠন প্রক্রিয়া । মঙ্গলবার বালুরঘাটে জেলা পরিষদের নিজস্ব সভাগৃহে ওই তিনটি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়। যেখানে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক গোবিন্দ দত্তের উপস্থিতিতে ওই তিনটি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়। জানা গিয়েছে, পূর্ত, কার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ হিসেবে মফিজউদ্দিন মিঁয়াকে দায়িত্বভার দেওয়া হয়েছে। সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ শংকর সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ হিসেবে চিন্তামণি বিহাকে নির্বাচিত করা হয়েছে। দেড় বছর পর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের তিনটি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে এদিন। এদিকে আজ কমার্ধ্যক্ষ নির্বাচনের সময় জেলা পরিষদে হাজির ছিলেন কৃষি বিপণন মন্ত্রী তথা মন্ত্রী বিপ্লব মিত্র। এই তিনটি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনের ফলে জেলায় উন্নয়নের ধারা আরও বাড়বে বলে আশা জেলাবাসীর।
প্রসঙ্গত, বছর দুয়েক আগে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি সহ ১০ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। এরপরই তিনটি স্থায়ী সমিতি ভেঙে যায়। এরপর থেকে এই স্থায়ী সমিতির পদ গুলো ফাঁকাই ছিল।
জেলা পঞ্চায়েত আধিকারিক গোবিন্দ দত্ত বলেন, তিনজন কর্মাধ্যক্ষকে এদিন তাদের বিভাগের দায়ীত্ব তুলে দেওয়া হয়েছে।
পুর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিঞা বলেন, দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের যে সামান্য অচলাবস্থা ছিল এদিন সেটা কেটে গিয়েছে। পুর্নাঙ্গ জেলা পরিষদ সুষ্ঠু ভাবে পরিচালিত হবে। উন্নয়নের লক্ষ্যে কাজের গতি আরো বাড়ানো হবে।
Home বাংলা উত্তর বাংলা স্থায়ী সমিতির পরেই আনুষ্ঠানিক ভাবে তিনটি কর্মাধ্যক্ষ গঠন হল দক্ষিণ দিনাজপুর জেলা...