পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১ সেপ্টেম্বর ––– শিক্ষক দিবসের প্রাক্কালেই পথ চলা শুরু হলো দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের । বুধবার বালুরঘাট শহরের চকভবানী এলাকায় একটি ভাড়া বাড়িতে দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করেন জেলা শাসক আয়েষা রানী। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে ও এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সঞ্চারী মুখার্জী ছাড়াও জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদগন ।
২০১৮ সালের ২১ ফেব্রুয়ারী ভাষা দিবসের দিন দক্ষিণ দিনাজপুরে এসে জেলায় বিশ্ব বিদ্যালয় স্থাপনের কথা ঘোষনা করেছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে জানানো হয়েছে আপাতত ইংরেজী, অংক ও রাষ্ট্রবিজ্ঞানের মতো তিনটি বিষয় পড়ানো হবে সেখানে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন গড়ে না ওঠায় এবং পরিকাঠামোগত কিছু সমস্যা থাকায় দুটি বিষয়ের ক্লাস শুরু হবে বালুরঘাট কলেজে এবং অপর বিষয়টি পড়ানো হবে বালুরঘাট শহরের চকভবানী এলাকার ওই অস্থায়ী ভবনে । আগামী শিক্ষাবর্ষ থেকে আরো ৬ থেকে ৮ টি বিষয় পড়ানো শুরু করা হবে বলেও জানানো হয়েছে কতৃপক্ষের তরফে। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বালুরঘাটে এই বিশ্ববিদ্যালয় চালু হওয়ায় খুশি প্রায় সকলেই।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সঞ্চারী মুখার্জী জানান, ১ লা সেপ্টম্বর থেকে ১৫ সেপ্টম্বর পর্যন্ত অন লাইনের ( dduniversity.in) মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন ।