পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১ সেপ্টেম্বর ––– বিধায়ক বিজেপির, কিন্তু ফেসবুকে তিনি আজো তৃণমূল নেতা। অন্য একটি একাউন্ট খুললেও, রোজ ফলো করেন পুরনো সেই ফেসবুক একাউন্টটি। অবাক দক্ষিণ দিনাজপুরের মানুষ। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়ের সেই বিতর্কিত ফেসবুক অ্যাকাউন্ট ঘিরে জোর চর্চা এখন জেলাজুড়ে । তৃনমূলে থাকা কালীন তৈরি করা তার ফেসবুক অ্যাকাউন্ট হিসাবে আজো সত্যেন রায় রয়েছেন বংশীহারি ব্লকের তৃণমূল সভাপতি। শুধু তাই নয় সেই ফেসবুক একাউন্ট আজো ভর্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলে থাকাকালীন তার বিভিন্ন কার্যকলাপের। দল পরিবর্তনের পরেও কেন সেই ফেসবুক একাউন্টের আজো কোন পরিবর্তন হয় নি, যাকে নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছেন সত্যেন্দ্রনাথ রায়। বিধায়ককে কটাক্ষ করতে পিছপা হননি তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। তাদের দাবি সত্যেন বাবু বিজেপিতে গেলেও তার মনটি আজো তৃণমূলেই রয়ে গেছে। আর তাই ফেসবুক একাউন্টটি অক্ষত রেখে দিয়েছেন।
দক্ষিন দিনাজপুর জেলা আইএনটিটিইউসির সভাপতি রাকেশ শীল বলেন, বিজেপিতে থাকলেও সত্যেনবাবু তৃণমূলকে ভুলতে পারেননি । তার মনের মধ্যে আজো তৃণমূল রয়েই গেছে। সেই জন্য ওই অ্যাকাউন্টটি যত্ন করে রেখে দিয়েছেন ।
উল্লেখ্য, দীর্ঘদিন তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্যেন রায় ২০১১ সালে গঙ্গারামপুর থেকে তৃণমূলের হয়েই ভোটে জেতেন। এরপর ২০১৬ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে হেরে যান তিনি। এরপরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিছুটা কোনঠাসা হয়ে পড়েন দলের ভেতরে। বাড়তে থাকে চাপও। পরিস্থিতি কিছুটা বেগতিক বুঝে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। গঙ্গারামপুর আসন থেকে বিজেপির টিকিট পেয়ে জয়ীও হন তিনি। কিন্তু বিধায়ক হবার পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন সময় সামনে আসে নানা জল্পনা। এরই মধ্যে তার এমন বিতর্কিত ফেসবুক একাউন্ট সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে। বিজেপিতে যাবার পরেও কেন তৃণমূলের বিভিন্ন স্মৃতি বিজড়িত সেই ফেসবুক একাউন্ট টি রেখে দিয়েছেন তাকে ঘিরেও শুরু হয়েছে জোর চর্চা।
যদিও সত্যেন্দ্রনাথ রায় জানিয়েছেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি অন্য একজন খুলে দিয়েছে। তবে তিনি তা রোজ দেখেন। কেন তার ফেসবুক একাউন্টে আজো তৃণমূল রয়ে গেছে সেই প্রশ্ন করতেই তিনি বলেন, তাড়াতাড়ি সেটি মুছে ফেলবেন ।