পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২ সেপ্টেম্বর––– বিধানসভা নির্বাচনের সময় কাজ করেও মেলেনি পারিশ্রমিক । প্রতিবাদ জানিয়ে আরটিও অফিসের সামনে বিক্ষোভ গাড়ি মালিকদের। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের কাছে এমন ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
জানাগেছে, এবারের বিধানসভা নির্বাচনের জন্য প্রায় একশোটিরও বেশি গাড়ি আধিকারিকদের জন্য বিভিন্ন কাজে লাগানো হয়েছিল প্রশাসনের তরফে। দীর্ঘদিন পরেও সেই কাজের পারিশ্রমিক না মেলায় লকডাউনের বাজারে জেলা প্রশাসনের এমন উদাসীনতার বিরুদ্ধে এদিন একজোটে আন্দোলনে নামেন গাড়ি মালিকরা। অবিলম্বে তাদের বকেয়া পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে তাদের তরফে।
মালিক পক্ষের তরফে বাবলু কুন্ডু জানিয়েছেন, আরটিও এবং জেলা প্রশাসনের উদাসীনতায় তাদের দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে । অনেকেই এই পারিশ্রমিকের অভাবে গাড়ির লোন পরিশোধ করতে পারছেন না। আর যার জন্য তারা একত্রিতভাবে এদিন আন্দোলনে নেমেছেন।
যদিও আরটিও অমিয় কুমার কুন্ডু জানিয়েছেন, ভোটের সময় বিষয়টি দেখছিলেন অন্য আধিকারিক । সেই কারণে তিনি কিছু বলতে পারবেন না ।