জলপাইগুড়িঃ-নিষিদ্ধ মাদকদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার হল তিনজন। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, বুধবার গভীর রাতে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি শহর সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের পাহাড়পুর মোড়ে একটি ছোটগাড়ি আটক করে পুলিশ। সেই গাড়িতেই তল্লাশি চালিয়ে একটি স্কুল ব্যাগের মধ্য থেকে উদ্ধার হয় ১২০টি ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয় গাড়ির তিন যাত্রীকে। ধৃতদের নাম মহম্মদ হায়াতুল্লা, ইকবাল হুসেন,একলাসুর মোমিন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মালদা জেলার বাসিন্দা। তারা কোনো পাচারচক্রের সঙ্গে জড়িত কিনা তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।