পুলিশি তৎপরতায় উদ্ধার দুই নাবালিকা

0
456

বিশ্বজিৎ চক্রবর্তী,আলিপুরদুয়ার:-পড়তে যাবার নাম করে বাড়ি থেকে পালিয়ে শিলিগুড়ি পৌঁছে গেছিল কালচিনির দুই নাবালিকা।পুলিশি তৎপরতায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই দুই নাবালিকা কে।পড়াশোনা নিয়ে বাড়িতে বকুনি দেওয়ায়  ওই দুই নাবালিকার একজন বাড়ি থেকে পালিয়ে কলকাতা চলে যাবার সিদ্ধান্ত নেয়। এবং তার সঙ্গে তারই বান্ধবী কে সে যেতে রাজি করায়। ৩০শে আগস্ট তারা একসাথে বাড়ি থেকে পালিয়ে শিলিগুড়ি পৌঁছে যায় । সারাদিন চলে যাবার পর তারা বাড়ি ফিরে না আসলে ,পরিবারের লোকজন কালচিনি থানায় নিখোঁজ বিষয়ক অভিযোগ জানায়। পুলিশ তদন্ত শুরু করে ।কিন্তু ওই নাবালিকাদের মোবাইল বন্ধ থাকার ফলে তাদের খোঁজ করতে অসুবিধায় পরে পুলিশ। কিন্তু পরদিন একজন মোবাইল অন করতেই পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করে , দ্রুত উদ্ধারকারী দল পাঠিয়ে শিলিগুড়ি থেকে তাদের উদ্ধার করে কালচিনি নিয়ে আসে। ওই দুই নাবালিকা কলকাতা যাবার ফন্দি আটছিল। বৃহস্পতিবার তাদের জবানবন্দি রেকর্ড করার জন্য আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে ।পুলিশের ভূমিকায় ওই দুই পরিবারের অভিবাবকরা যথেষ্ট খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here