ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ ,আলিপুরদুয়ারের ভাটি বাড়িতে

0
347

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:-আশা কর্মীরা বলেছিলেন বৃহস্পতিবার ভ্যাকসিন দেওয়া হবে ভাটি বাড়ি গ্রামীন হাসপাতালে । সেই সূত্রধরে ভোর তিনটে থেকে লাইনে দাঁড়িয়েছিল স্থানীয় বাসিন্দারা। ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে ভিড়ও হয়েছিল প্রচুর। কিন্তু বেলা  বাড়ার পর হাসপাতাল থেকে নোটিস দিয়ে  জানানো হয় আজ ভ্যাকসিন দেওয়া হবে না । তাতে ক্ষুব্ধ হয়ে ভ্যাকসিন নিতে আসা স্থানীয় বাসিন্দারা প্রথমে হাসপাতালের কাঁচের দরজায় ধাক্কাধাক্কি করে ,যাতে করে ওই কাঁচের দরজাটি তে ফাটল ধরে যায়। তারপর তারা আলিপুরদুয়ার তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে। যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায়।উত্তেজিত জনতার পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটি বাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে ও বৃষ্টির প্রকোপে  অবরোধ উঠে যায় । প্রায় আধ ঘন্টার মতো চলেছিল অবরোধ।ভাটি বাড়ি হাসপাতালের সুপার জানিয়েছেন , ভ্যাকসিন সবাই পাবে , বুথে বুথে ভ্যাকসিন দেবার চিন্তা ভাবনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here