শিলিগুড়ি:-লক্ষাধিক টাকার নেশার টেবলেট সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ।গোপন সুত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির সার্কিট হাউস এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোষাকের পুলিশ।
অভিযানে শিলিগুড়ি ইসক মন্দির রোডের বাসিন্দা অশোক শর্মাকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত অশোকের কাছ থেকে প্রায় ১২,৫০০পিস ট্যাবলেট উদ্ধার করে।উদ্ধার হওয়া ট্যাবলেটের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।ধৃত অশোককে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।