গঙ্গারামপুরের নাট্য সংসদ ক্লাবের এবারের দূর্গা পূজার থিম সবটাই কাল্পনিক। রবিবার খুঁটি পুজো করে জানানো হলো ক্লাবের তরফ।পুজো সারা ফেলবে, আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ

0
455

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৫ সেপ্টম্বর দক্ষিণ দিনাজপুর-৩১তমে বর্ষে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দূর্গা পুজোর কাজের সুচনা করা হল।বরিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডের ব্লকপাড়ার নাট্য সংসদ ক্লাবের তরফে এমন কর্মসুচির আয়োজন করা হয়৷উদ্যাতারা জানিয়েছেন, পুরণে একটি দৃশ্য মহাদেবের কালচক্রকে তুলে ধরা হবে থিমের মাধ্যমে৷এই থিমের নাম দেওয়া হয়েছে সবটাই কাল্পনিক। প্যান্ডেল প্রতিমার সঙ্গে মিল থাকবে আলোকসজ্জারও।এমন অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সম্পাদক পুজো কমিটির সদস্য সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁদের এই বছরের পুজো সারা ফেলবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ৷

দূর্গাপুজোর দর্শনার্থীদের কাছে প্রতি বছরই কোন না কোন নতুন চিন্তাভাবনা উপহার দিয়ে থাকেন গঙ্গারামপুরের ব্লকপাড়ার নাট্য সংসদ, ক্লাবের সদস্যরা।রবিবার ঘুটি পুজোর মধ্যে দিয়ে দূর্গাপুজোর কাজের সুচনা করা হয় ক্লাবের সামনে।ক্লাব সুত্রে যানা গিয়েছে, তাঁদের এবছরের পুজোর থিম রয়েছে, পুরণে একটি বর্নিত কথা আছে একটি সময়ে যারা পটচিত্র শিল্পীরা ছিলেন তাঁরা মহাদেবকে না বলে তাঁর চিত্র আঁকতে যান।দেবাদিদেব মহাদেব সেই বিষয়টি জানতে পেরে খুবই রোগে যান তাঁদের উপরে৷ও পরে তাঁদের অভিশাপ দেন বলে পুরণে উল্লেখ আছে।সেই অবলুপ্ত পট শিল্পকে তুলে ধরতে পট চিত্রের মাধ্যমে মহাদেবের কালচক্রের থিমকে তুলে ধরবে এবছরের ৩১তম বর্ষে গঙ্গারামপুর পৌরসভার১৭নম্বর ওয়ার্ডের ব্লকপাড়ার নাট্য সংসদ ক্লাবের সদস্যরা তাঁদের দূর্গা পুজোতে বলে যানা গিয়েছে ক্লাব সুত্রে৷পুরো পরিবেশটাই হবে কাল্পনিক।এই কাল্পনিক পরিবেশকে তুলে ধরতে শহরের নামকরা শিল্পীরা ব্যবহার করবে বহু মাটির সরা,চট, মাটির কলকি,সহ থাককল৷৮ থেকে ৮০সকলের এই শিল্পকলা ভালো লাগবে বলে দাবি তাঁদের। শিল্পীর কল্পনায় এই থিমের নাম দেওয়া হয়েছে সবটাহ কাল্পনিক৷প্যান্ডেল প্রতিমার সঙ্গে মিল থাকবে আলোকসজ্জারও।


নাট্য সংসদ ক্লাবের অন্যতম সদস্য সর্বজীৎ গুহ জানিয়েছেন, আমাদের ক্লাবের এই থিম সকলের কাছে আকর্ষনীয় হবেই।যা জেলাতে সারা ফেলবে।


নাট্য সংসদ ক্লাবের পুজো কমিটির সম্পাদক অরিন্দম সরকার জানিয়েছেন, আমাদের পুজোতে প্রতি বছর থাকে আকর্ষন,যা এবছর থাকবে।এর পাশাপাশি সারা বছর ধরেই আমরা সমাজসেবা মুলক কাজ করে থাকি। যা আগামী দিনেও করে যাব।


এই দিনের অনুষ্টানে ক্লাবের সভাপতি পিযুষ বোস, সম্পাদক সুভাষ কুণ্ডু ক্লাবের পুজো কমিটির সভাপতি গৌতম সাহা,ক্লাবের পুজো কমিটির সম্পাদক অরিন্দম সরকার ক্লাবের সহ সম্পাদক নিরুপম রায়,নাট্য সংসদ ক্লাবের অন্যতম সদস্য সর্বজী গুহ,অচিন্ত সরকার, সরুপ স্যানাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


তাঁদের এই বছরের পুজো সারা ফেলবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here