দুর্ঘটনা কমাতে ফের এগিয়ে এল জেলা পুলিশ করা হল রেলি,বিতরণ করা হল মাক্সও

0
358

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৫সেপ্টম্বর দক্ষিণ দিনাজপুর-রবিবার দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ প্রশাসনের তরফে গঙ্গারামপুরের কালদিঘী থেকে হাইরোড পর্যন্ত পথ দুর্ঘটনা কমাতে সাধারন মানুষজন বুঝান কিভাবে তাঁদের গাড়ি চালানো প্রয়োজন তা বুঝাতে রেলির আয়োজন করা হয়।পথ দুর্ঘটনা কমাতে ফের এমন মোটরসাইকেল রেলীর আয়োজন করাবলে জেলা পুলিশ প্রশাসন সুত্রে যানা গিয়েছে।সেই সঙ্গে যাদের মুখে মাক্স ছিল না তাঁদের মাক্স বিলি করেন অতিরুক্ত পুলিশ সুপার। অনুষ্টান গঙ্গারামপুরথানা ও ট্রাফিক পুলিশের তরফে আয়োজিত হয় বলে যানা গেছে৷

রবিবার দুপুরে সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পকে সামনে রেখেই গঙ্গারামপুরের হাইরোড থেকে কালদিঘি পর্যন্ত রেলীর আয়োজন করা হয়৷যেখানে অতিরুক্ত পুলিশ সুপার গ্রামীন ডেনডুপ শেরপা গঙ্গারামপুর থানার আইসি,গঙ্গারামপুরের ট্রাফিক ওসি পার্থ ঝা গঙ্গারামপুর থানার টাউনবাবু শুভঙ্কর চক্রবর্তী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পকে স্বার্থকরূপ দিতে জেলা পুলিশ প্রশাসন বিভিন্ন সময়ে পথ
দুর্ঘটনা কমাতে বিভিন্ন ধরনের কর্মসুচি পালন করছেন। এদিন পথ চলিত মানুষজনদের মধ্যে উপস্থিত অতিরুক্ত পুলিশ সুপার যে সমস্ত মানুষজনদের মুখে মাক্স নেই তাদের মুখে মাক্স লাগিয়ে দেন।


অতিরুক্ত পুলিশ সুপার গ্রামীন ডেনডুপ শেরপা জানিয়েছেন,সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পকে স্বার্থকরুপ দিতে আমরা পুলিশ প্রশাসনের তরফে এমন কর্মসূচির আয়োজন করেছি।যা আগামী দিনেও করে যাব। পুলিশের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here