শিলিগুড়ি:-শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে মিলল বড় সাফল্য।দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল স্পেশাল অপারেশন গ্রুপ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রে জানা গিয়েছে রবিবার তাদের কাছে গোপন সূত্রে খবর আছে বাগডোগরা থানার অন্তর্গত বিহার মোড় এলাকায় দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ কোন অপরাধ করার জন্য ঘুরে বেড়াচ্ছে।সূত্রে পাওয়া ওই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপের অফিসারেরা।আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় তপন সিংহ এবং সানি ঠাকুরকে।
তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল এবং দুই রাউন্ড তাজা কার্তুজ।স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রে জানা গিয়েছে একটি মোটর বাইকে করে অপেক্ষারত ছিলো কোন অপরাধের সংগঠিত করার জন্য।অভিযুক্তদের গ্রেপ্তার করে বাগডোগরা থানা পুলিশের হাতে তুলে দেয় স্পেশাল অপারেশন গ্রুপ।অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন এবং একটি মোটর বাইক।ধৃত দুই জনকেই সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে।