আজ সকাল সাতটা নাগাদ শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল দুটি বাস,একটি মিনিবাস।

0
1444

শিলিগুড়ি:-আজ সকাল সাতটা নাগাদ শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল দুটি বাস,একটি মিনিবাস।অন্যটি টুরিস্ট বাস সেই সময় উত্তরকন্যা’-র কাছে এশিয়ান হাইওয়ের মিনিবাস দাঁড়িয়ে থাকলে,পিছন দিক থেকে টুরিস্ট বাস ধাক্কা মারে এবং এই ঘটনায় দুই বাসের এ বেশ কয়েকজন আহত হয়।

টুরিস্ট বাসের সামনের অংশটা দুমড়ে-মুচড়ে যায়,ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনাগ্রস্ত দুটিকে আটক করে নিয়ে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here