গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ শাল ও সেগুন কাঠ উদ্ধার করল বন দপ্তরে বিশেষ টিম ।

0
400

কোচবিহার:- গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ শাল ও সেগুন কাঠ উদ্ধার করল বন দপ্তরে বিশেষ টিম । মঙ্গলবার সকলে বক্সিরহাট থানার ছোট লাউগুরি এলাকা এক ব্যক্তি বাড়ি থেকে কাঠ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার বন দপ্তরের এডিএফও বিজন কুমার নাথের নেতৃত্ব কোচবিহার দেবীবাড়ী , পুন্ডিবারী, নাগুরহাট, ও আটিয়ামোচড় রেঞ্জ অধিকারী এবং বক্সিরহাট থানার কে নিয়ে অভিযান চালানো হয় ।অভিযান চালিয়ে ছোট লাউগুরী এলাকার বাসিন্দা মহিরুদ্দিন মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় 80 সেফটি অবৈধ শাল ও সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3লক্ষ টাকা হবে। ওই ব্যক্তি কাঠের সঠিক কাগজ পত্র দেখাতে পারেনি ।তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে কাঠ গুলো আসাম থেকে নিয়ে আসা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here