চাঁচল:-লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে যাতে কেউ বঞ্চিত না হন তাই এবারে লক্ষীর ভান্ডার ফর্ম নিয়ে হাসপাতালে পৌঁছে গেলেন প্রশাসনের আধিকারিকরা। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গর্ভবতী মহিলাদের হাতে তুলে দিলেন লক্ষীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম। চাঁচোল ১ নম্বর ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য ও চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার জয়ন্ত বিশ্বাস কে সাথে নিয়ে হাসপাতালে ফর্ম বিতরণ করেন চাচোল এর মহকুমা শাসক কল্লোল রায়। তিনি বলেন বেশকিছু ফ্রম হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া থাকলে অন্যান্য প্রেসেন্ট ভর্তি হলে তাদের এই ফর্ম বিতরণ করা হবে। এমনকি হাসপাতাল থেকে সেইসব ফরম সংগ্রহ করবেন ব্লক দফতরের কর্মীরা। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার জয়ন্ত বিশ্বাস। হাসপাতালের বেডে শুয়ে ফর্ম পেয়ে খুশি রোগীরাও।