অবশেষে পুলিশের জালে গাজা সহ ধরা পরলো কুখ্যাত অপরাধি মিঠুন গোয়ালা।ভুরি ভুরি অপরাধের অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে।

0
661

শিলিগুড়ি:-অবশেষে পুলিশের জালে গাজা সহ ধরা পরলো কুখ্যাত অপরাধি মিঠুন গোয়ালা।ভুরি ভুরি অপরাধের অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে।আগ্নেয়াস্ত্র,ডাকাতি,ছিনতাই নয়,অবৈধ নেশার সামগ্রী বিক্রির অভিযোগও রয়েছে এই মিঠুন গোয়ালার বিরুদ্ধে।পুলিশ সুত্রে জানাগেছে,দির্ঘদিন ধরেই পথ চলতি মানুষের মোবাইল,গলার হার ছিনিয়ে নিমিষে হাওয়া হয়ে যেত।

শিলিগুড়ি বা জলপাইগুড়িই নয় অন্যান্য দক্ষিনবঙ্গের জেলার পুলিশও এর খোজে ছিল।দির্ঘদিন ধরে পুলিশের রাত্রের ঘুম কেরেছিল এই কুখ্যাত অপরাধি।অবশেষে জটিয়াকালি সংলগ্ন জিয়াগঞ্জ থেকে ৩২কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে ফাটাপুকুর ইরানী বস্তির এই ৩২বছরের যুবক মিঠুন গোয়ালার অপরাধ মুলক কাজ করাই তার নেশা।মঙ্গলবার জলপাইগুড়ি থেকে এই ৩২কিলো গাঁজা বিহারে পাচারের উদ্যশ্য নিয়ে যাচ্ছিল।সেই সময় গোপন সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়াগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয়েছে অপরাধ মুলক কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল।তদন্তের স্বার্থে ধৃত কুখ্যাত যুবককে ৭দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here