আবারো তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহার জেলা দিনহাটা ১ নং ব্লকের ওকড়াবাড়ি অঞ্চল।

0
361

কোচবিহার:- আবারো তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহার জেলা দিনহাটা ১ নং ব্লকের ওকড়াবাড়ি অঞ্চল। মঙ্গলবার রাত বারোটা নাগাদ ওকড়াবাড়ি অঞ্চলের প্রধান রেণুকা খাতুন বিবির বাড়িতে ব্যাপক বোমাবাজি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর দিকে। প্রসঙ্গত উল্লেখ্য রেণুকা খাতুন বিবি তৃণমূলের সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার অনুগাগমী। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অপর গোষ্ঠী অর্থাৎ আবু আল আজাদের অনুগামীরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে শবর হন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন দায়িত্ব নেবার পর জানিয়ে দেন যে কোন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না তার সাথে আলোচনা না করে। এমত অবস্থায় রেণুকা খাতুন বিবি অভিযোগ করেন- মঙ্গলবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন ।সেই সময় শব্দ পেয়ে বাড়ির বাইরে এসে দেখেন অনবরত করে চলেছে বোমা সেই সাথে বাড়ি লক্ষ করে অনবরত ধেয়ে আসতে থাকে তীর। বাড়ির দরজা এবং গেটে প্রচুর পরিমাণে তীর এসে লাগে ।

পাশাপাশি তিনি বলেন বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তাজা বোমা। বাড়ির সাথেই লাগানো ছিল তার দোকান অভিযোগ সেই দোকানেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাড়ির সামনে থাকা বেশ কিছু জিনিস ভাঙচুর ও বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন তার বিরুদ্ধে যারা অনাস্থা এনেছে তারাই এই কাজের সাথে যুক্ত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন এবং দিনহাটা থানার আইসি নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। উল্লেখ্য দিনহাটা ১ ব্লকের সাধারন সম্পাদক আবু আল আজাদ সাথে দীর্ঘদিন ধরেই লড়াই চলছিল সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার । মঙ্গলবার রাতের এই ঘটনার পর স্বভাবতই এলাকায় ব্যাপক উত্তেজনা পাশাপাশি আরো একবার সামনে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here