বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:-ভুটান সীমান্তবর্তী জয়ঁগা এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশার ওষুধ সহ গ্ৰেপ্তার দুজন । প্রচুর পরিমাণে নেশা টেবলেট ও কপশিরাপ সহ ভারত কালচিনি ব্লকের ভুটান সীমান্ত শহর জয়ঁগা ভূলন চৌপথি এলাকা থেকে দুজনকে গ্ৰেপ্তার করল জয়ঁগা থানার পুলিশ। জয়ঁগা থানার ওসি পালদেন শেরপা জানান ,গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে জয়ঁগা থানার পুলিশ গতকাল রাতে জয়ঁগা ভূলন চৌপথি এলাকায় প্রতিটি গাড়ি তল্লাশি করছিল ।
ঐ সময় হাসিমারা থেকে জয়ঁগাগামী একটি অটো থেকে দুজন যুবক দুই ব্যাগ ভর্তি জিনিস নিয়ে পালানোর চেষ্টা করে ।পুলিশের সন্দেহ হলে, পুলিশ ঐ দুজন যুবককে ধরে তল্লাশি চালিয়ে , তাদের কাছে থাকা ব্যাগ থেকে 170 পাতা নেশা টেবলেট ও 100 বোতল কফ শিরাপ উদ্ধার হয় ধৃতদের আজ বুধবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে বলে জানিয়েছেন জায়গাও থানার ও সি।