পথ দুর্ঘটনায় মৃত্যু হল বুনিয়াদপুর বিজেপি শহর মন্ডলীর সহ সভাপতির

0
670

শীতল চক্রবর্তী বুনিয়াদপুর,৮ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-পথ দুর্ঘটনায় মৃত্যু হল বুনিয়াদপুর বিজেপি শহর মন্ডলীর সহ সভাপতির।এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের  বংশীহারী থানার বুনিয়াদপুর কলেজ সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত বিজেপি নেতার নাম নীরেন্দ্রনাথ মণ্ডল, বয়স 70। তিনি এদিন প্রতিদিনের মত বুনিয়াদপুর কলেজ মোড় এলাকায় তার জমিতে যেতেন, সেখানে  তার ব্যাটারি চালিত মোটর বাইকে করে যাওয়ার সময় তাকে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারলে তিনি গুরুতর আহত হন। সে সময় এলাকার পথচলতি লোকেরা তাড়াহুড়ো করে তাকে রশিদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে  এবং তার দলীয় কর্মীরা শোকাহত।

       এ বিষয়ে এক  বিজেপি নেতা সুপ্রিয় দত্ত জানিয়েছেন, বুনিয়াদপুর কলেজ মরে যাচ্ছে সেখানে রাস্তা পার হবার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারলি সেখানেই তার মৃত্যু হয় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। আমরা সকলে খুব শোকাহত, বুনিয়াদপুর বাসি এবং আমাদের দল একজন একনিষ্ঠ নেতা কে হারালো।

     গৌতম গোস্বামী চন্দন নামে এক প্রতিবেশী জানিয়েছে, উনি প্রতিদিনের মত বুনিয়াদপুর কলেজ মোড় এলাকায় তার জমিতে যেতেন সেখানে যাবার সময় তাকে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারলে তিনি গুরুতর আহত হন আমরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তিনি একজন বুনিয়াদপুর এর পরিচিত মুখ ছিল আমরা খুবই শোকাহত এই ঘটনার জন্য।

       বিজেপি নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বুনিয়াদপুর শহর এলাকা জুড়ে।

       বংশীহারী থানার পুলিশ ধৃত গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here