বুনিয়াদপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মুরগামারি শাহেস্থাবাদ এলাকায় রেশন নিতে গিয়ে দোকানের চাঙ্গরভেঙ্গে আহত হলেন ৮জন ,দোকান বদলের দাবি গ্রাহকদের

0
620

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৮সেপ্টম্বর দক্ষিণ দিনাজপুর:-রেশন নিতে গিয়ে দোকানের চাঙ্গরভেঙ্গে গুরুতরভাবে আহত হলেন রেশন নিতে আসা ৬জন আদিবাসী রেশন গ্রাহক সহ ৮জন এলাকাবাসী।বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার ১৩নম্বর ওয়ার্ডের মুরগামারি শাহেস্থাবাদ এলাকায় ঘটনাটি ঘটেছে। এলাকাবাসীরা জানিয়েছেন,এমন ঘটনায় তাঁরা ক্ষতিরমূখে পড়লেন।দুর্ঘটনার খরচ রেশন ডিলারকে বহন করতে হবে।এই ঘটনার পর থেকে আর সেখানে রেশন নিতে যাব না আমরা। প্রশাসন আমাদের বাড়ির পাশে নতুন রেশন ডিলারকে দিয়ে জিনিস দিতে হবে।ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন জেলা খাদ্য প্রশাসনের।ঘটনায় শোরগোল পরেছে এলাকাজুড়ে।


বুনিয়াদপুর পৌরসভার ১৩নম্বর ওয়ার্ডের মুরগামারি শাহেস্থাবাদ এলাকায় এবারুদ্দীন আহম্মেদের রেশন দোকান থেকে পাশের ওয়ার্ডের বাসিন্দারা জিনিশপত্র তুলতে যান৷বুধবার সকালে পৌরসভার পাশের ওয়ার্ড থেকে আদিবাসী রেশন গ্রাহকেরা তাদের সরকারি জিনিশ নিতে এসেছিলেন।কিন্তু তখন রেশনের জিনিশপত্র তোলার জন্য লিঙ্ক না থাকায় ওই রেশন গ্রাহকেরা বহু পুরনো রেশন দোকানের গ্রেটের সামনের ব দাঁড়িয়ে ছিল। অভিযোগ সেই সময় ওই রেশন দোকানের সমানের বারাদ্দার চাঙ্গর হুরমুড়িয়ে ভেঙ্গে পরে।তখুন গুরুতর আহত হন রেশন নিতে আসা ৬জন আদিবাসী গ্রাহক সহ মোট ৮জন গ্রাহক।রেশন দোকানের চাঙ্গর ভেঙ্গে গিয়ে কারো হাত,পা,বুকের উপরে পরেছে,মাথা ফেঁটে সেই ৮জন গুরুতর আহত হয় তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে রসিদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
রসিদপুর হাসপাতাল সুত্রে খবর,রেশন নিতে গিয়ে আহতরা হলেন, বুনিয়াদপুরের শহর


এলাকার বাসিন্দা মাতিন সরেন সুশান্ত হেমরম,তালু সরেন,জুলেস মাড্ডি, মাটিন
সরেন, শৈলেন মুমু, এল মাড্ডির মত ৬ আদিবাসী, তাপস রায় সহ মোট ৮জন আহত হয়েছেন।
রেশন নিতে গিয়ে চাঙ্গর ভেঙ্গে আহত হওয়া মাতিন সরেন, সুশান্ত হেমরম, ক্ষুদ্ধ এলাকাবাসী অঞ্জন কিন্তু রেশন দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,রেশন নিতে এসে লিঙ্ক না থাকায় আমরা রেশন গ্রাহকেরা সেখানে বসে ছিলাম। সেই সময় লোকজনের উপরে রেশন দোকানের চাঙ্গর ভেঙ্গে গিয়ে কারো হাত, পা, বুকের উপরে পরেছে, মাথা ফেঁটে সেই ৮জন গুরুতর আহত হয়।বারান্দার চাঙ্গরটি বহু
পুরনো হাওয়ায় এমন ঘটনার মধ্যে আমাদের পরতে হল।প্রশাসন বিষয়টি দেখুক সেটা
আমরা চাই।


রেশন দোকানের মালিকের ভাই আলাউদ্দীন আহম্মেদ জানিয়েছেন, বারাদ্দার চাঙ্গর পুরনো ছিল ঠিকই এমন ঘটনায় আমাদের দোষ কোথায়?আমরাই আহতদের হাসপাতালে ভর্তি করেছি।


জেলা খাদ্য নিয়ামক জানিয়েছেন বিষয়টি শুনেছি।গ্রাহকদের দাবির বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।


এতদিনের পুরনো রেশন ডিলার বারাদ্দার চাঙ্গর সংস্কার না করায় এমন ঘটনা ঘটে যাওয়ায় শোরগোল পরেছে বনিয়াদপুর শহরজড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here