শিলিগুড়ি:-বড় সরো সাফল্য পেলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা।বেশ কিছুদিন যাবৎ শিলিগুড়ি শহরে চলছিল মোবাইল ছিনতাইয়ের ঘটনা।ওই চক্র কে হাতেনাতে ধরতে প্রচেষ্টা চালাচ্ছিল ভক্তিনগর থানার পুলিশ সহ অন্যান্য থানাও।সোমবার রাতে মিলে গেল সাফল্য।ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী।ভক্তিনগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের নাম রুপেশ সুব্বা,অর্জুন সিং এবং রেসব লেপচা।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি স্কুটি।ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ সূত্রে জানা গিয়েছে সেবক রোডে ওই স্কুটি করে মোবাইল ছিনতাই এর উদ্দেশ্যেই ঘোরাঘুরি করছিল অভিযুক্তরা।ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনীর নজরদারিতে এই তিন অভিযুক্ত বেশ কিছুক্ষণ ধরেই ছিল।ধৃতরা ওই রাস্তায় মোবাইল ছিনতাই এর উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল।জানা গিয়েছে অভিযুক্তরা কিছুদিন আগেও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল সেবক রোডে।ঐ মোবাইল ছিনতাই চক্রের দুজনকে গ্রেপ্তার করেই ধৃতদের ওপর নজরদারি রাখতে শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।অভিযুক্তদের জলপাইগুড়ি আদালতে তুলে তাদের পুনরায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশের সন্দেহ এদের জিজ্ঞাসাবাদ করলে এই চক্রে যুক্ত আরো অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া প্রচুর মোবাইল উদ্ধার হতে পারে।