শিলিগুড়ি:-পিসি মিত্তাল বাস টার্মিনাল পরিদর্শন করলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব৷বছর ২৫আগে পি সি মিত্তাল ও শিলিগুড়ি পুর নিগম যৌথ উদ্যোগ শহরকে যানজট মুক্ত করতে এই বাস টার্মিনালের নির্মান করে ছিল।শিলিগুড়ি শহরের মাঝে থাকা ডুয়ার্স বাসস্ট্যাডকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে।বর্তমানে ভগ্ন দশায় পরিনত হয়েছে বাস টার্মিনালটি।শিলিগুড়ি শহরের পার্কি সমস্যা দূর করতে ও ভগ্ন প্রায় টার্মিনালটিতে প্রান ফেরাতে প্ল্যান করা হচ্ছে বলে জানান গৌতম দেব।এই টার্মিনালটি সংস্কার করে দূর পাল্লার কিছু গাড়ী এখান থেকে ছাড়া হবে বলে তিনি জানান।
Home বাংলা উত্তর বাংলা পিসি মিত্তাল বাস টার্মিনাল পরিদর্শন করলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান...