মালদা:- বাড়ির কিছুটা দূরে পুকুর থেকে এক বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চার দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে ঐ বৃদ্ধার পচা গলা ভেসে ওঠে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার ঘটনা গাজোল থানার মাঝরা অঞ্চলের। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে পচা-গলা দেহটি পুকুর থেকে উদ্ধার করে নিয়ে আসে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম সেতা রায়(৬৫) গাজোল থানার মাঝরা অঞ্চল এর বাহাদুরপুর গ্রামে বাড়ি তার। চার দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এদিন বাড়ি থেকে কিছুটা দূরে তার দেহ একটি পুকুরে ভাসছে দেখেন এলাকাবাসীরা। এলাকাবাসীর কথা শুনেই ঐ বৃদ্ধার বাড়ির লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করে। এরপর মৃতদেহটি নিয়ে আসা হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।