মহানন্দা নদীর জলে ভেসে আসলো শিশুর দেহ।

0
584

মালদহ:-মহানন্দা নদীর জলে ভেসে আসলো শিশুর দেহ।রবিবার সকালে মালদহের চাঁচল থানার মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের রাটোট গ্রামের ঘটনায় চাঞ্চল‍্য ছড়িয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।

স্থানীয়দের অনুমান শিশু কন‍্যাটির বয়স প্রায় তিনবছর।এদিন মহানন্দা নদীতে দেহ ভেসে আসলে প্রত‍্যক্ষ দর্শীদের নজরে আসে।উদ্ধার করে ডাঙায় নিয়ে আসা হয়।তবে ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও এলাকাবাসী পরিচয় জানার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here