শীতল চক্রবর্তী তপন,12 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-সাতসকালে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা দিঘিপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম রতন শীল, বয়স আনুমানিক 60 বছর, বাড়ি গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকায়।
মালঞ্চায় যে পুকুরে ব্যক্তির মৃতদেহ ভেসে উঠেছে সেই পুকুরেই পাহারাদারের কাজ করতেন ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন ঐ ব্যক্তি।
পুকুরে সহ বিভিন্ন জায়গায় বহু খোঁজাখুঁজির পরেও ব্যক্তির কোন খোঁজ মেলেনি বলে অভিযোগ।
অনেক খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে থানায় মিসিং ডায়েরিও করা হয় বলে জানা গিয়েছে।
এরপর আজ সকাল সাতটা নাগাদ পুকুরে ওই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠে দেখেন স্থানীয়রা।
খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।