কিসমিস ছবির শুটিং করতে দার্জিলিং সফরে এলেন অভিনেতা দেব

0
625

শিলিগুড়ি:-

কিসমিস ছবির শুটিং করতে দার্জিলিং সফরে এলেন অভিনেতা দেব।কিসমিস ছবির শুটিং করতে দার্জিলিং সফরে এলেন অভিনেতা দেব।এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি।এরপর বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি বলেন পাহাড়ে শুটিং করতে ভাল লাগে।পরপর তিনটি ছবি।পাহাড় আমার কাছে খুব লাকি।আর পাহাড়ে যত শুটিং হয়েছে সেই সব ছবি সুপার হিট হয়েছে।আর আশা করি পাহাড়ের আবহাওয়া ভাল হবে।এর পাশাপাশি তিনি আরও যে পূজোতে অনেক ছবি রিলিজ হচ্ছে তার মধ্যে আমার দুটো ছবি রিলিজ হচ্ছে গোলন্দাজ,হবুচন্দ্র রাজ গবুচন্দ্র মন্ত্রী।দর্শকদের বলবো যে আপনারা সিনামা হলে আসুন আর ছবি দেখুন।আগামী দিনে ভ্যাকসিন নিয়ে নেবেন আর সতর্ক থাকুন।এখন কিসমিস বলে একটা ছবি তার অর্ধকটা শুটিং হয়ে গেছে আর ১০দিনের বাকি আছে সেইটা করতে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here