নিজের স্ত্রী এবং আড়াই বছরের মেয়েকে ধারাল অস্ত্রের কোপ দিয়ে আত্মঘাতী হল স্বামী।

0
500

শিলিগুড়ি:-

নিজের স্ত্রী এবং আড়াই বছরের মেয়েকে ধারাল অস্ত্রের কোপ দিয়ে আত্মঘাতী হল স্বামী।রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার অন্তর্গত জাবরা চা বাগান এলাকায়।ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে শিশু কন্যার।তবে,মহিলাটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।ব্যক্তি ও শিশুর দেহ ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বেলগাছি চা বাগানের বাসিন্দা প্রসূন প্রজা।তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ওরাওঁ এবং আড়াই বছরের মেয়ে অলিকা প্রজা।ওই ব্যক্তি তাঁদের নিয়ে গতকাল নিজের শ্বশুরবাড়ি জাবরা চা বাগানে বেড়াতে আসেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা সকলেই রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন।কিন্তু গভীর রাতে হঠাৎই প্রসূন বিছানার তলায় থাকা চা বাগানের ধারাল অস্ত্র বের করে,কেউ আমাদের মারতে আসছে বলে চিৎকার করে এবং নিজের স্ত্রী এবং মেয়েকে লাগাতার আঘাত করে।শেষে ধারাল অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।গ্রামবাসীরা চিৎকার শুনে ঘরের দরজা ভেঙে দিয়ে জখমদের নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন।এরমধ্যে শিশুটির মৃত্যু হয়।স্ত্রী নকশালবাড়ি হাসপাতালে ভর্তি রয়েছে।অভিযুক্তর দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here