শীতল চক্রবর্তী,হরিরামপুর ,দক্ষিণ দিদিনাজপু:-দুয়ারে সরকারের পর এবার সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের উদ্যোগে করা হলো দুয়ারে রেশনের ব্যবস্থা, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকেই রেশন দোকানের কর্মীরা তারা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দিবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের বিমল পাড়া এলাকায় এদিন সকাল থেকে রেশন দোকান কর্মীরা সাধারণ মানুষের দুয়ারে গিয়ে রেশন পৌঁছে দেন। হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে 104 নম্বর রেশন দোকানের মালিক মাজেদুর রহমানের সহযোগিতায় । রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি হয়েছেন এলাকার সাধারণ মানুষ।
এ বিষয়ে রেশন দোকানের মালিক মাজেদুর রহমান জানিয়েছেন, আজকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌছে দিচ্ছি সাধারণ মানুষের সুবিধার জন্য এবং আগামী 29 তারিখ পর্যন্ত প্রতিটি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দিব আমরা এতে সাধারণ মানুষ অনেকেই উপকৃত হবেন পাশাপাশি উপকৃত হবেন বয়স্ক লোকজনেরা। এবিষয়ে এক রেশন গ্রাহক মাইন উদ্দিন, আহমেদ বাড়িতে রেশনের খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়ে ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী কে। তিনি আরো বলেন ,,আগে দোকানে গিয়ে রেশন নিতে হতো, বাড়ি থেকে রেশন দোকানের দুরত্ব প্রায় চার কিলোমিটার।
ছেলে বাড়িতে না থাকলে রেশন আনতে ছুটতে হয় বয়স্ক লোকদের।এবং বয়স্ক লোকদের নানান সমস্যার সম্মুখীন হতে হতো। এখন রাজ্য সরকারের ঘোষণা পর আমরা বাড়িতে রেশন পাচ্ছি এতে অনেকটা উপকৃত হবো এলাকার সাধারণ মানুষ আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী কে। এ বিষয়ে হরিরামপুর ব্লকের বিডিও পূজা দেবনাথ জানিয়েছেন, সরকারি নির্দেশ পাওয়ার পরেই হরিরামপুর ব্লক এর বিভিন্ন এলাকায় রেশন ডিলারা গ্রাহকদের বাড়িতেই গিয়ে তাদের প্রাপ্য রেশন সামগ্ৰী পৌঁছে দিচ্ছেন।