বাসে স্টুডেন্ট ভাড়া না নেওয়ায় ফের রাস্তায় নামল ছাত্রছাত্রীরা, কুমারগঞ্জে প্ল্যাকার্ড হাতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

0
559

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৬ সেপ্টেম্বর–––  ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদে ফের পথ অবরোধ করে আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লক অফিসের সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা । এদিন সকাল ১০ থেকে  দীর্ঘ প্রায় দুই ঘন্টা ধরে চলা এমন অবরোধের জেরে একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়ে কুমারগঞ্জ – বালুরঘাট রাজ্য সড়ক। আর যার জেরে চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষেরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার গাড়িগুলিতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোনরকম স্টুডেন্ট ভাড়া নেওয়া হচ্ছে না । এর আগেও এমন ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ আন্দোলন চলেছে ওই কুমারগঞ্জ ব্লকেই । তার পরেও কোন ফল না হওয়ায় এদিন ফের বিডিও অফিসের সামনে রাস্তায় সারিবদ্ধ ভাবে বসে পড়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেয় ছাত্রছাত্রীরা। যদিও পরে কুমারগঞ্জ থানার পুলিশ পৌঁছে পড়ুয়াদের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। 


    ছাত্রী দেবিকা রায় ও ছাত্র দীপক হেমব্রমরা জানিয়েছে, বাসে উঠলেই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় । তাদের দাবি সাধারণ ভাড়ার থেকে একতৃতীয়াংশ ভাড়া ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া হোক । ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া নেওয়ার প্রতিবাদে তাদের বিক্ষোভ আন্দোলন। এর পরেও সমাধান না হলে বড়সড় আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন বলেও জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here