বিয়ের তিন বছরের মাথায় এক দম্পতী বিষপান করে আত্মঘাতীর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

0
667

উত্তর দিনাজপুর:-বিয়ের তিন বছরের মাথায় এক দম্পতী বিষপান করে আত্মঘাতীর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অধিন জ্যোতিনগর কলোনী এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত দম্পতীর নাম মহাদেব পাল (২৫) ও মনীষা পাল(২৩)। তাদের নয়ন পাল নামে ৮ মাসের পুত্র সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন যাবত স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। বুধবার তাদের মধ্যে অশান্তি লাগে। এরপর আচমকাই নিখোজ হয়ে যায় মহাদেব পাল। খোজাখুজির পরে বাড়ি থেকে দুরে এক চা বাগানের মধ্যে অচৈতন্য অবস্থায় মহাদেব পালকে উদ্ধার করা হয়। কিছু সময় বাদে স্ত্রী মনীষা পালকেও একই অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করা হয়। তরিঘড়ি স্থানীয় মানুষদের সহযোগীতায় দম্পতিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাতে হাসপাতালে পৌঁছতেই চিকিৎসক মনীষা পালকে মৃত বলে ঘোষণা করে এবং পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মহাদেব পালের। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে মনীষা পালের পরিবারের আত্মীয় পরিজনরা ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পৌছায়। মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত এবং সম্প্রতি কুড়ি হাজার টাকা চেয়েছিল বলে মৃত মনীষা পালের মায়ের দাবী। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here