কোচবিহার:- মাথাভাঙ্গা শহরের ১০ নম্বর ওয়ার্ডে কেশব বর্মনের বাড়ির দুসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো । জানা গেছে সেই সময় বাড়িতে কেউ ছিলো না। বাড়ির দরজার একটা অংশ ফাঁকা করে ঘরের ভেতরে প্রবেশ করে ভেতরে থাকা আলমারি থেকে টাকার ব্যাগ ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ।রাতে উনার ছেলে বাড়িতে এসে দেখতে পান বাড়ির দরজার একটা অংশ খোলা রয়েছে এবং ঘরের ভেতরে আলমারি খোলা রয়েছে এই দেখে সন্দেহ হয় তারপর কেশব বাবুকে ফোন করে।তিনি এসে দেখলেন যে আলমারির ভেতরে থাকা টাকার ব্যাগ ও সোনা চুরি হয়ে গেছে।এরপর মাথাভাঙ্গা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে ।তবে প্রাথমিক ভাবে কাউকে সন্দেহ হয়নি বলে জানিয়েছেন কেশব বাবু।মাথাভাঙ্গা শহরে এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
Home বাংলা উত্তর বাংলা মাথাভাঙ্গা শহরের ১০ নম্বর ওয়ার্ডে কেশব বর্মনের বাড়ির দুসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য...