শিলিগুড়ি:-শিশুদের জ্বর সহ অন্য সংক্রমণের ঘটনা খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এল স্বাস্থ্য দপ্তরের বিশেষ প্রতিনিধি দল।শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা উত্তরবঙ্গ মেডিকেলে আসেন প্রতিনিধি দলের সদস্যরা।এদিন স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়,মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা,মেডিকেল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক সহ অন্য চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন।বৈঠক শেষে বিশেষজ্ঞ দলের সদস্যদের মেডিকেলের পেডিয়াট্রিক বিভাগ ঘুরে দেখেন।এখান থেকে তাঁরা শিলিগুড়ি জেলা হাসপাতালে যাবেন।সেখানেও এই জ্বরে আক্রান্ত হয়ে প্রচুর শিশু চিকিৎসাধীন রয়েছে।এর পরে দলটি জলপাইগুড়ি জেলা পরিদর্শনে যাবে।এসএসকেএম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ রাজা রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল গড়েছে রাজ্য সরকার।এই প্রতিনিধি দলই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছে।
Home বাংলা উত্তর বাংলা শিশুদের জ্বর সহ অন্য সংক্রমণের ঘটনা খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এল স্বাস্থ্য দপ্তরের...