হাতি আমাদের বন্ধু এই বার্তাকে সামনে রেখে বিশ্বকর্মা পূজো উপলক্ষে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আয়োজন করা হয়েছিল হাতিপুজোর।

0
400

শিলিগুড়ি:-হাতি আমাদের বন্ধু এই বার্তাকে সামনে রেখে বিশ্বকর্মা পূজো উপলক্ষে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আয়োজন করা হয়েছিল হাতিপুজোর।লক্ষী ও উর্মিলা নামে দুই কুনকি হাতিকে স্নান করে সাজিয়ে,গুছিয়ে পুজো মণ্ডপে নিয়ে আসা হয়।এরপর নিয়ম নীতি মেনে,মন্ত্র উচ্চারণ করে পুজো করলেন পুরোহিত।পুজো শেষে হাতিদের ভালমন্দ খাওয়ান হয়।বিশ্বকর্মার বাহনের পুজোতে উপস্থিত ছিল বেঙ্গল সাফারি কতৃপক্ষ সহ স্থানীয় গ্রামগুলির বাসিন্দারা।তারাও মহাআনন্দে কলা,আপেল,আখ মুখে তুলে দেন লক্ষী ও উর্মিলার মুখে।বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ জানান,২০১৭ সালে লক্ষী আর উর্মিলা বেঙ্গল সাফারিতে কাজ শুরু করে।মূলত এই কুনকি কে দিয়ে বেঙ্গল সাফারিতে আশা পর্যটকদের রাইড করানো হয়।এছাড়াও বেঙ্গল সাফারির ক্যাম্পাসে নিরাপত্তার দিক ঘুড়ে দেখার জন্য এদের ব্যাবহার করা হয়।উপস্থিত পর্যটকরা জানান,হাতি খুবই শান্তি প্রীয় প্রানী,মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিব।প্রথম বার বিশ্বকর্মা দিন আমি প্রথম হাতি পূজো দেখলাম।খুব ভালো লাগছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here