পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৮ সেপ্টেম্বর––– কোভিড বিধিকে মাথায় রেখেই সুষ্ঠভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে ময়দানে নামলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শনিবার এনিয়ে বালুরঘাটের ১৩৬ টি ক্লাবকে সঙ্গে নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও সারেন জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা। জেলার সদর শহর বালুরঘাটের বালুছায়া ভবনেই আয়োজন হয় ওই বৈঠকের। যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট সদর মহকুমাশাসক সুমন দাশগুপ্ত, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডি.এস.পি সোমনাথ ঝা, বালুরঘাট থানার আইসি অসীম গোপ সহ বিভিন্ন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। বৈঠকের শুরুতেই এদিন কোভিড বিধি নিয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের একাধিক সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে । মূলত দুর্গা পূজার মন্ডপ কেমন হবে, পূজা মন্ডপে আগত দর্শনার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা, কোভিড বিষয়ক সচেতনতামূলক প্রচারের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, পুজো মন্ডপে থাকা ব্যক্তিদের ভ্যাক্সিনেশন থাকাটা একপ্রকার বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডি.এস.পি সোমনাথ ঝা বলেন কেরালায় উৎসব পরবর্তী সময়ে হঠাৎ করে কোভিডের সংক্রমণ প্রচুর বেড়ে গিয়েছিল। তাই আমাদের সচেতন থাকতে হবে । উৎসব আনন্দ যেন অতিমারি বৃদ্ধির কারন না হয় সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব ।