চাকরির নাম করে মহিলাদের কাছ থেকে তোলাবাজি করার অভিযোগ কলেজ ছাত্রীর বিরুদ্ধে, গণ অভিযোগ দায়ের বালুরঘাট থানায়

0
557

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৮ সেপ্টেম্বর–––  কোভিড পরিস্থিতিতে চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকা প্রতারণা করার অভিযোগ উঠল এক কলেজ ছাত্রীর বিরুদ্ধে । চাঞ্চল্যকর ঘটনাটি  দক্ষিণ দিনাজপুর জেলার  বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া কুন্ডুকলোনি এলাকার। ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে অভিযুক্ত কলেজ ছাত্রী  প্রীতি রায় কুন্ডুর নামে বালুরঘাট থানায় গণ অভিযোগ দায়ের হয়েছে । চাকরির প্রলোভন ছাড়াও কখন ছোট ছোট ছেলে মেয়েদের  স্কুলে ভর্তি করার নাম করেও টাকা তুলতো ওই অভিযুক্ত কলেজ ছাত্রী বলেও অভিযোগ। এদিন এমন ঘটনা চাউড় হতেই রীতিমতো শোরগোল ছড়িয়ে পড়েছে গোটা বালুরঘাট শহরে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই কলেজ ছাত্রী। এদিকে লিখিত অভিযোগ পাবার পরেই পুরো  ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।


 জানা গেছে বালুরঘাট কোয়েড কলেজের ওই ছাত্রী প্রীতি রায় কুন্ডুর নামেই উঠেছে এমন চাঞ্চল্যকর  অভিযোগ। শহরের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই কলেজ ছাত্রীর নামেই এমন অভিযোগ তুলে সরব হয়েছেন  এলাকার মহিলারা। বাসিন্দাদের অভিযোগ, তাদের কাউকে জেলা প্রশাসনিক ভবনের চাকরি দেওয়ার নাম করে, আবার কাউকে বালুরঘাট গার্লস স্কুলের তাদের সন্তানদের ভর্তি করার নাম করে টাকা তুলেছেন তিনি । শুধু তাই নয়, কারো কাছে প্রয়োজনে টাকা ধার নিয়ে সেই টাকা না দেওয়ার অভিযোগও উঠেছে ওই কলেজ ছাত্রীর  বিরুদ্ধে । এমন একাধিক অভিযোগের ভিত্তিতে শনিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বাসপাড়া ও কুন্ডুকলোনি এলাকার একাধিক মহিলারা। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রী।


 রুপালী দাস কুন্ডু ও রীতা কুন্ডুরা জানিয়েছেন, বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছেন ওই মেয়ে। উলটে তাদের হুমকি দিচ্ছেন তিনি। টাকা ফেরতের পাশাপাশি অভিযুক্ত মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি চান । 


বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাস জানিয়েছেন, এধরণের ঘটনা কোনভাবেই বরদাস্ত নয়। দলের নাম করে কেউ একাজ করেছে কিনা সেই অভিযোগও খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।


বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here