শীতল চক্রবর্তী বুনিয়াদপুর ২০ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-পথদুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে গুরুতর আহত হয়েছে পাঁচ বছরের ছোট্ট শিশু সহ তিন জন ও আহত হয়েছে ২০ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত সরাই নলপুকুর বিএড কলেজের গেটের সামনে।এলাকাবাসীরা আহতদের হাসপাতালে ভর্তি করে। বংশিহারি থানা পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা শোরগোল পড়েছে লেখা জুড়ে।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, বংশীহারী থানার অন্তর্গত গৌরী পাড়া থেকে ভটভটিতে করে প্রায় ৩০জনের মতো মানুষ দেওতলা দিকে মেলা দেখতে যাচ্ছিল। যাবার সময় সরাই নলপুকুর বিএড কলেজ গেটের সামনে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে একাই পাল্টি খেয়ে যায় গুরুতর আহত হয় ৫ বছরের ছোট্ট শিশু সহ তিনজন। ভটভটিতে থাকা প্রায় সবাই আহত হয়েছেন। সেই ভটভটিতে করে স্থানীয় লোকজনেরা তড়িঘড়ি রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত হয় পাঁচ বছরের ছোট্ট শিশু মাধুরী টুডু , সন্তশ সরেন বয়েস 55, দুর্গা সরেন বয়েস 45, আহত হয় শুভজিৎ মার্ডি বয়স 12, সুনীল হেমরম বয়স 40, নিমাই কিস্কু বয়েস 40, জয়নাল সরেন বয়স 32 সহ আরো অন্যান্যরা। রসিদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক কয়েকজনকে কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন।
আহত ব্যক্তি নিমাই কিস্কু ও জয়নাল সরেন জানিয়েছেন, ভটভটিতে করে দেওতলা যাচ্ছিলাম মেলাতে। যাবার সময় হঠাৎ করেই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায়। আহত হই ভটভটিতে থাকা প্রায় আমরা সবাই গুরুতর আহত হয় তিনজন।
এলাকাবাসী সোহাগিনী সরেন জানিয়েছেন ,ভটভটিতে করে প্রায় 30 জনের মত গৌরী পাড়া থেকে দেওতলা দেখে যাচ্ছিল যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাই নলপুকুর এলাকায় ভটভটি উল্টে গিয়ে যাআহত হয় ভটভটিতে থাকা প্রায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল তিনজন সহ আরো কুড়িজন।
বংশীহারী থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।