শিলিগুড়ি:-বাবুল দার সাথে আমার ব্যাক্তিগত সম্পর্ক রয়েছে।কোন দল রয়েছে বা কোন দলে থাকবে তা তার ব্যাক্তিগত ব্যাপার ও দলের ব্যাপার এ ব্যাপারে কিছু বলতে চাই না।কিসমিস ছবির শুটিং করে দার্জিলিং থেকে কলকাতা ফিরে যাবার আগে বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অভিনেতা তথা সাংসদ দেব।তিনি বলেন পাহাড়ে শুটিং করতে ভাল লাগে।বৃষ্টি হচ্ছিল তারমধ্যেও আমরা শুটিং শেষ করতে পেরেছি।পাহাড় আমার কাছে খুব লাকি।আর পাহাড়ে যত শুটিং হয়েছে সেই সব ছবি সুপার হিট হয়েছে।এর পাশাপাশি তিনি বলেন আরও যে পূজোতে অনেক ছবি রিলিজ হচ্ছে ভ্যাকসিন নিয়ে সিনেমা হলে ছবি গুলো দেখতে আসুন।