শিলিগুড়ি:-মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।নেশার ওষুধ কাফ সিরাপ থেকে শুরু করে গাঁজা হেরোইন ব্রাউন সুগার উদ্ধার করে রেকর্ড গড়তে চলেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর বিভিন্ন থানা।এবার প্রায় চার লক্ষ টাকার ব্রাউন সুগার সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের জালে ধরা পরলো খাইবুল মহম্মদ ও রিঙ্কু সিং।ইসলামপুরের বাসিন্দা খাইবুল মহম্মদ বেশ কিছুদিন ধরেই মাটিগারার বিশ্বাস কলোনীতে অর্থাৎ তথাকথিত পাকিস্তান বস্তিতে ভাড়া থেকে মাদকের ব্যবসা চালাচ্ছিল।
মঙ্গলবার এসওজির কাছে খবর আসে খাইবুল ব্রাউন সুগার নিয়ে তার ডেরায় ডুকছে।গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই স্পেশাল অপারেশন গ্রুপ খাইবুলকে ধরার জন্য জাল পাতে।এর আগেও দুইবার পুলিশের পাতাজাল ছিরে বেরিয়ে গিয়েছিল খাইবুল।কিন্তু এবার মাটিগারা থানার পুলিশকে সাথে নিয়ে এসওজি খাইবুল মহম্মদ ও তার সঙ্গী রিঙ্কু সিং কে গ্রেফতার করে এবং তাদের কাছে থেকে ২৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল,স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগার এর বাজার মুল্য প্রায় চার লক্ষ টাকা।মাটিগারা থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা হয়েছে।আজ খাইবুল মহম্মদ ও তার সঙ্গী রিঙ্কু সিংকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।