শিলিগুড়ি:-শিলিগুড়ির ভারত সঞ্চার নিগমের জেনারেল ম্যানেজার এর দপ্তরে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।অভিযোগ বিগত কয়েক মাস ধরে বকেয়া বেতন না মেলায় বুধবার দপ্তরে গিয়ে নিজেদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ জানায় কর্মীরা।কার্যত বলা বাহুল্য এর পূর্বেও একাধিকবার অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েও কোনো ফল না মেলায় এদিন ফের বিক্ষোভ সামিল হয় ভারতীয় সঞ্চার নিগমের অস্থায়ী কর্মীরা।
Home বাংলা উত্তর বাংলা শিলিগুড়ির ভারত সঞ্চার নিগমের জেনারেল ম্যানেজার এর দপ্তরে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।